Courses

পাওয়ারপয়েন্ট MOS এক্সাম প্রিপেরেশন ট্রেনিং

মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট আমাদের ক্যারিয়ারের উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ দক্ষতা। কিন্তু সেই দক্ষতার মধ্যে যদি ঘাটতি থাকে তাহলে এটা কোন কাজে আসবে না। আপনার সেই দক্ষতা সঠিকভাবে গ্রহন ও পরিপূর্ণতা প্রদানের জন্য ট্রেনিং পান্ডিত আয়োজন করেছে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এর ভেন্ডর সারটিফিকেশন (Online Vendor Certification) কোর্স


ট্রেনিং পান্ডিত মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এর ভেন্ডর সারটিফিকেশন (Online Vendor Certification) কোর্স  নিয়ে এসেছে, যা আমরা শুধু তাদের জন্য অফার করছি যারা পরিকল্পনা করেছেন নিজেদের আরও দক্ষ করে গড়ে তোলার জন্য। আমরা কথা দিচ্ছি, যদি আপনার পরিকল্পনা মত আপনি আমাদের কোর্স গ্রহণ করেন, তবে অবশ্যই আমরা আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য  অর্থাৎ ভেন্ডর সারটিফিকেশন অর্জন করাতে সক্ষম হব।

Course Duration : 2 Months/ 16 Classes                      

Course Fees : Fully Free                

Exam Fees : $100                      

Final Exam Preparation : 1 Month      

Free Mock Test : 01

Instructor : Maruf Ahmed                            

  • যারা একটি ইন্টারন্যাশনাল ভেন্ডর সারটিফিকেশন অর্জন করতে চাচ্ছেন
  • যারা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট শিখে অনলাইন এক্সাম দিতে চাচ্ছেন।
  • মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট জানেন , কিন্তু অফিসিয়াল মাইক্রোসফট সিলেবাসের উপর শিখতে চাচ্ছেন।
  • দেশের বাহিরের কোন কোম্পানিতে জব করতে চাচ্ছেন।
  • ফ্রি ল্যান্সিং প্রফাইলে মাইক্রোসফট এর মত জায়ান্ট একটি কোম্পানির সার্টিফিকেট যুক্ত করতে চাচ্ছেন।
  • আমাদের মেন্টররা সুদীর্ঘ একদশক ধরে মাইক্রোসফট সারটিফিকশান নিয়ে কাজ করছেন
  • পাওয়ারপয়েন্ট ট্রেনিং করাবেন, একযুগের ও বেশি অভিজ্ঞ মাইক্রোসফট সারটিফাইড ট্রেনার।
  • ট্রেনিং থেকে শুরু করে সারটিফিকেশন অর্জন পর্যন্ত পুরা সময়টি, আপনাকে সামগ্রিক ভাবে সাপোর্ট দেবেন মাইক্রোসফট সারটিফাইড মেন্টর, সাপোর্ট এক্সিকিউটিভরা
  • মাইক্রোসফট এর পাঠ্যক্রম অনুসারে ক্লাস কন্ডাক্ট করা হয়।
  • প্রতিটি ক্লাস অনলাইনে জুমে হয় এবং রেকর্ডেড ভিডিও প্রভাইড করা হয়।
  • সব ধরনের বইপত্র , লেকচার এবং ক্লাস মেটারিয়ালস প্রদান করা হয়।

MOS MS PowerPoint Exam Preparation

Final Exam Preparation : 1 Month