Courses

হাতে কলমে গ্রাফিক্স ডিজাইন

গ্রাফিক্স ডিজাইন বলতে চিত্রভিত্তিক সুষম উপস্থাপন কে বোঝায়।প্রতিটা গ্রাফিক্স বা ছবির মধ্যে একটি ভিন্ন পার্সপেক্টিভ বা ভিন্ন আবেদন থাকে।বর্তমান প্রেক্ষাপটে কোন ছবিকে যেনতেনভাবে তুলে বা অংকন করে সাথে সাথেই উপস্থাপন করা হয় না।বরং সেই ছবির সাথে অন্যান্য ছবি বা অন্য অবজেক্টকে কম্বিনেশন করে, সুনির্দিষ্ট লক্ষ্যকে ফুটিয়ে তোলা হয়। এর সাথে দরকারি লেখা এবং সিম্বলকে সংযুক্ত করা হয়।আর এসবই গ্রাফিক ডিজাইন এর বৃহৎ প্রক্রিয়ার অংশ।

আসুন এই প্রক্রিয়াকে যেভাবে আমরা ডেলিভার করব, তা আপনাদেরকে জানিয়ে দেই।

Course Duration: 2 Months                                  

Internship Duration: 1 Month

Instructor: Ahmed Maruf                            

যে কোন পেশার প্রফেশনালস, ছাত্র ছাত্রীরা আমাদের এই কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবেন। কোন নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড বা পড়াশুনা  ছাড়াই এই কোর্সের সব বিষয় আপনি বুঝতে পারবেন। তবে কম্পিউটার এর ব্যাসিক ব্যবহার, টাইপিং এবং সফট ওয়ার ইন্সটলেশন নিয়ে ধারনা থাকতে হবে। 

  • এই কোর্সের শেষে, আপনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের গঠন এবং কার্যকারিতা বর্ণনা করতে, HTML, CSS, JavaScript, PHP, এবং MySQL এর সমন্বয়করে ডায়নামিক ওয়েব সাইট তৈরি করতে সক্ষম হবেন।
  • আপনি ভবিষ্যতে আপনার নিজের ব্যক্তিগত বা ব্যবসায়িক ওয়েবসাইট তৈরি করার জন্য একটি কার্যকরী হিসেবে লারাভেলকে ব্যবহার করতে পারবেন ।
  • সম্পূর্ণ কোর্সটির মাঝে তিনটি পরিপূর্ণ রিয়েল লাইফ প্রজেক্ট এর মাধ্যমে আপনার দক্ষতা যাচাই করে নিতে পারবেন।

Hands-on Graphics Design